বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিই হত্যা মামলার যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি। তার নাম আজিজুল আলম বেন্টু। তিনি আবার নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ বছরের জুলাইয়ে রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়। এতে আজিজুল আলম বেন্টুকে সভাপতি এবং আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করা হয়। এর আগের কমিটিতেও সভাপতি ছিলেন নগর আওয়ামী লীগের বিতর্কিত এই নেতা। দুবারই রাজপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। রাজশাহীর ছাত্রলীগ নেতা এস এম গোলাম মুর্শিদ হত্যা মামলার আসামি ছিলেন আজিজুল আলম বেন্টু। ওই মামলায় ২০০৫ সালে আদালতের রায়ে যাবজ্জীবন সাজাও হয় তার। এরপর তিনি ৯ মাস কারাভোগও করেন। তারপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরী। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে রাজপাড়া থানা এলাকার সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে। তারা বলছেন, কমিউনিটি পুলিশিং কমিটির দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেই কমিটির সভাপতির বিরুদ্ধেই যদি মানুষকে হত্যা করার অভিযোগ আদালতে প্রমাণিত হয় তাহলে সে কমিটি মানুষের কী নিরাপত্তা দেবে! আজিজুল আলম বেন্টু বলেন, ‘এই মামলাটি কখন হলো, কারা নেপথ্যে থেকে আমার নাম দিল। সব ইতিহাস অল্প সময়ে বলা যাবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর