শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণমাধ্যমসহ সব ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকা উচিত

-------- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, গণমাধ্যমসহ সব ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকা উচিত। ব্যক্তি স্বার্থে কেউ কেউ গণমাধ্যমকে ব্যবহার করে থাকেন। এটা অপ্রত্যাশিত।

তিনি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএডি) অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের রাজনীতিবিদদের প্রায় সবারই উপজেলা  বা জেলা পর্যায়ে একটা করে পত্রিকা আছে। অন্ততপক্ষে অনলাইন নিউজ পোর্টাল আছে। আমার মনে হয় এটা অসুস্থ প্রতিযোগিতা। এটা রাজনীতির জন্য যেমন খারাপ, তেমনি সাংবাদিকতার জন্যও খারাপ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেন নির্বাহী পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর