সরকারি বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজশাহী অঞ্চলের বেশির ভাগ পেট্রলপাম্প চলছে অনুমোদন ছাড়াই। এই বাধ্যবাধকতা বাতিলের দাবি তুলেছেন মালিকরা। ইতিমধ্যে তারা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করেছেন। রাজশাহী বিভাগের তিন জেলায় আইন না মেনেই স্থাপন করা হয়েছে পেট্রলপাম্প। আইন বলছে, পরিবেশ অধিদফতর ও কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের লাইসেন্স ছাড়া পেট্রলপাম্প স্থাপন করা যাবে না। তবে এ আইন মানতে নারাজ মালিকরা। এরই মধ্যে ১৫ দফা দাবিতে ধর্মঘটও পালন করেছেন তারা। রাজশাহী পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন, পেট্রলপাম্পগুলোতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা কাজ করে না। কিছুদিন বা কয়েক মাস পর পর পরিবর্তন হয়। এক পাম্প থেকে অন্য পাম্পে কাজ করে। ফলে আইনটি তাদের জন্য মেনে চলা কঠিন। তারা এই আইন বাতিলের দাবি জানিয়েছেন। পরিবেশ অধিদফতর ও কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কোনো অনুমোদন না নিয়েও চলছে পাম্প। পরিবেশ অধিদফতর বলছে, অধিকাংশের লাইসেন্স নেই। এটা দেখার দায়িত্ব বিস্ফোরক অধিদফতরের। আর কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর বলছে, শ্রমিকদের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। রাজশাহী কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ডিআইজি মাহফুজুর রহমান ভূঁইয়া জানান, তারা ইতিমধ্যেই তদারকি করতে শুরু করেছেন। শতাধিক পেট্রলপাম্পের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালিত হবে। যখন আইনের প্রয়োগ নিয়ে মাঠে নামতে যাচ্ছে প্রশাসন, তখনই আইনটি বাতিল চেয়ে মাঠে নেমেছেন পেট্রলপাম্প মালিকরা। বিভিন্ন দাবি নিয়ে রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন পেট্রলপাম্প মালিক সমিতির নেতারা। তবে বৈঠক শেষে জেলা প্রশাসক হামিদুল হক জানিয়েছেন, অযৌক্তিক কোনো দাবি মানার সুযোগ নেই। তাদের আইন মেনেই পাম্প চালাতে হবে। উল্লেখ্য, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১১৯টি পেট্রলপাম্প আছে। এরমধ্যে কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের লাইসেন্স আছে মাত্র ৩৫টির।
শিরোনাম
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’