বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে আরও দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করেছে সরকার। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে থাকা সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ  দিয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক আগামী ৫ জানুয়ারি পিআরএলে যাওয়া কথা। সরকার তাঁর অবসরোত্তর ছুটি স্থগিত করে আগামী এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে; যা ৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। আরেক আদেশে জানানো হয়, সরকার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) কাজী রওশন আক্তারকে। আরেক আদেশে মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম বদরুন নেছাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর