শিরোনাম
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সারওয়ার হত্যাচেষ্টা

শিক্ষা দিতেই ডাকাতির পরিকল্পনা ড্রাইভারের

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীর পরিবারকে উচিত শিক্ষা দিতেই তার সাবেক গাড়িচালক নাজমুল ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানিয়েছে। গতকাল পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান। এর আগে গত বুধবার দেশের বিভিন্ন্ স্থান থেকে এই মামলার প্রধান আসামি নাজমুলসহ চারজনকে গ্রেফতার করার কথা জানায় পিবিআই। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের জুনে নাজমুল গাড়িচালক হিসেবে সারওয়ার আলীর বাড়িতে যোগ দেন। ৯/১০ মাস কাজ করার পর তিনি রাগ করে চাকরি ছাড়েন। নাজমুল হিন্দি সিনেমার প্রতিবাদী নায়ক হিসেবে নিজেকে কল্পনা করতেন। সেই ধারণায় সারওয়ার আলীর পরিবারকে উচিত শিক্ষা দেখানোর জন্য ডাকাতির পরিকল্পনা করে নাজমুল। সহযোগী হিসেবে চাচাতো ভাই রনি, ভগ্নিপতি আল-আমিন, নুর মোহাম্মদ ও ফয়সালকে রাজি করায়। পরিকল্পনা অনুযায়ী ৪ জানুয়ারি সকালে আশকোনায় হাজী ক্যাম্পের সামনের একটি হোটেলে  ডাকাতির ছক করে। ৫ জানুয়ারি বিকালে আশকোনার হোটেল রোজ ভ্যালির ৩০৩ নম্বর কক্ষে সাতজন মিলে চূড়ান্ত ছক শেষে ডাকাতি করতে যায়। একপর্যায়ে তারা ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা করে।

এ ঘটনায় পরদিন গত ৬ জানুয়ারি সন্ধ্যায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সারওয়ার আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর