বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আগাম উৎপাদনের তারিখ লেখা ফু-ওয়াং খাদ্যপণ্য জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ফু-ওয়াং ফুডের নিজস্ব ডিপো থেকে আগাম উৎপাদনের তারিখ লেখা খাদ্যপণ্য জব্দ করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের কাজীপাড়ায় ফু-ওয়াং ফুডের ডিপোতে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ফু-ওয়াং ফুডের দুই কর্মচারীকে জেল-জরিমানা ও জব্দ খাদ্যপণ্য আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, গাজীপুরের ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা থেকে ২৭ জানুয়ারি অয়ন কার্গো সার্ভিসযোগে বরিশাল ডিপোতে খাদ্যপণ্য পাঠানো হয়। এতে উৎপাদনের তারিখ লেখা ছিল ২৮ জানুয়ারি। অভিযান চালিয়ে ফু ওয়াং ফুডের উৎপাদিত জেরি কেক, স্লাইস কেক, ভ্যানিলা বাটারবন ও পাই প্লেইন কেক জব্দ করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম ফু-ওয়াং ফুডের বরিশাল ডিপোর কর্মচারী মো. জাকির হোসেনকে এক মাস এবং মো. শফিককে ১৫ দিনের কারাদ- দেন। একই সঙ্গে তাদের দুজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ পণ্য পুড়িয়ে ফেলা হয়। আগাম উৎপাদনের তারিখ লিখে ফু-ওয়াং ফুড এভাবেই ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম ও সহকারী পরিচালক শোয়াইব মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর