বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম কারাগারে তৈরি হচ্ছে মাস্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনাভাইরাস থেকে রক্ষায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে  তৈরি হচ্ছে মাস্ক। এসব মাস্ক সাড়ে ৮ হাজার বন্দীর মধ্যে বিনামূল্যে বিতরণের পাশাপাশি সুলভ মূল্যে জনগণের কাছে বিক্রি করা হবে। এতে করোনার প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামে মাস্ক সংকট দেখা দিয়েছে তা কিছুটা হলেও দূর হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৈরি করা হচ্ছে মাস্ক। এসব মাস্ক অভ্যন্তরের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরে সুলভ মূল্যে বিক্রি হবে। বর্তমানে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ মাস্ক তৈরি হচ্ছে। ’জানা যায়, করোনাভাইরাস থেকে রক্ষায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক প্রায় সাড়ে ৮ হাজার বন্দীর কথা চিন্তা করে মাস্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়।

 এরই মধ্যে সব বন্দী ও কারারক্ষীদের মধ্যে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়েছে। এখন সাধারণ জনগণের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হবে।

সর্বশেষ খবর