করোনা সংক্রমণ নিয়ে চলমান পরিস্থিতিতে চট্টগ্রামের খুচরা বাজারে আটা ও ময়দার কেনাবেচা বেড়ে গেছে। অতিরিক্ত চাহিদার কারণে এসব পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে প্যাকেট আটা-ময়দার সরবরাহ অনেকটা স্বাভাবিক থাকলেও খোলা আটা-ময়দার সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের। খাতুনগঞ্জসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ ও ময়দা ৪২ থেকে ৪৮ টাকায়। এ ছাড়া খোলা আটা প্রতি কেজি ২৬ থেকে ৩০ এবং ময়দা ৩২ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ ঘাটতিতে খোলা আটা-ময়দার দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে মিলগুলো। তাহের ফ্লাওয়ার মিলের ম্যানেজার জমির উদ্দিন বলেন, চাহিদা যেমন বাড়ছে, উৎপাদনও বাড়ানো হয়েছে। সাধারণ ছুটির কারণে পরিবহন সংকটে উৎপাদিত আটা-ময়দা সময় মতো মোকামে পাঠানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া কাঁচামাল গমের দামও বেড়ে গেছে। এ কারণে খুচরা বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক হয়ে গেলে আটা ও ময়দার দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানান তিনি। খাতুনগঞ্জের ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, চট্টগ্রামের সাধারণ নিম্নবিত্ত মানুষ আপৎকালীন আটার ওপর বেশি নির্ভরশীল থাকেন। তাছাড়া ব্র্যান্ডের প্যাকেটজাত আটা-ময়দা বিক্রি হলেও খোলা আটা-ময়দার ওপরই ভরসা গরিব ও শ্রমজীবী মানুষের। এতে আটা-ময়দার দাম বেড়ে যাওয়ায় চরম বিপদে রয়েছেন তারা। চট্টগ্রামের সুজিত সাহা নামের এক খুচরা ব্যবসায়ী বলেন, চাল-ডালের মতোই মানুষ আটা-ময়দা মজুদ বাড়িয়েছে। এ কারণে দেশের প্রায় প্রতিটি আটা-ময়দার মিলের মজুদ ফুরিয়ে গেছে। কয়েকদিন ধরে দেশের অধিকাংশ কোম্পানিই চাহিদা অনুযায়ী আটা ও ময়দা সরবরাহ করতে পারছে না। বর্তমানে যানবাহন সংকটে সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলে জানান তিনি। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ ও ২৫ তারিখ পাইকারি বাজারে আটা-ময়দা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। প্যাকেটজাত আটা-ময়দার চেয়ে খোলা আটার চাহিদা ছিল অনেক বেশি। মূলত নিম্নবিত্তদের কারণে খোলা আটার চাহিদা বেশি ছিল। অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে ঘাটতি দেখা দেয়। এতে দাম বাড়লেও সংকট কাটেনি চট্টগ্রামের বিভিন্ন বাজারে।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
চট্টগ্রামে খোলা আটা ময়দার সংকট
বিপাকে নিম্নবিত্ত ও সাধারণ মানুষ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর