শিরোনাম
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শনিবার থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক

রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে আগামী শনিবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এ আসনসংখ্যার ২৫ শতাংশের টিকিট কাউন্টারে বিক্রি হবে। বাকি ২৫ শতাংশ বিক্রি হবে মোবাইল অ্যাপ ও অনলাইনে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট ইস্যুর উল্লিখিত সংশোধনগুলো আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এ ক্ষেত্রে ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। সকাল ৮টা থেকে কাউন্টারে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ ও অনলাইন মাধ্যমে টিকিট কেনা যাবে।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত মার্চের শেষে ট্রেন চলা বন্ধ করে দেওয়া হয়।

 এরপর ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলা শুরু হয়। ৫ সেপ্টেম্বর থেকে কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করা হয়। বর্তমানে সব মিলিয়ে বিভিন্ন রুটে মোট ৬৭ জোড়া যাত্রীবাহী ট্রেন চলছে। আন্তনগর ট্রেনে সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর