চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। এরই মধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নির্ধারিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ায় আগেই হতে পারে এবং নভেম্বরের মধ্যেই নির্বাচনের বাকি কার্যক্রমগুলো শেষ হবে বলে নির্বাচন কমিশ্নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও দলীয় মেয়র প্রার্থীকে জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজগুলো তৈরি করতে আলোচনা করছেন, পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করা হচ্ছে। ইউনিটের ১৬টি কার্যকরী সভা সম্পন্ন হওয়ার পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর সভাও চলমান রয়েছে। সিটি করপোরেশ্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশ্ক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন কমিশ্ন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। তিন মাস আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ৯০ দিন পূর্ণ হবে। এরপর হাতে থাকবে আরও ৯০ দিন। নির্বাচন কমিশ্নের সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই চসিক নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাছাড়া স্থগিত হওয়া নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫৫ পদে ২৬৯ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শ্ক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হচ্ছে। সভায় চসিক নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রার্থী বিজয়ের বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ