চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। এরই মধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নির্ধারিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ায় আগেই হতে পারে এবং নভেম্বরের মধ্যেই নির্বাচনের বাকি কার্যক্রমগুলো শেষ হবে বলে নির্বাচন কমিশ্নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও দলীয় মেয়র প্রার্থীকে জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজগুলো তৈরি করতে আলোচনা করছেন, পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করা হচ্ছে। ইউনিটের ১৬টি কার্যকরী সভা সম্পন্ন হওয়ার পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর সভাও চলমান রয়েছে। সিটি করপোরেশ্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশ্ক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন কমিশ্ন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। তিন মাস আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ৯০ দিন পূর্ণ হবে। এরপর হাতে থাকবে আরও ৯০ দিন। নির্বাচন কমিশ্নের সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই চসিক নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাছাড়া স্থগিত হওয়া নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫৫ পদে ২৬৯ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শ্ক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হচ্ছে। সভায় চসিক নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রার্থী বিজয়ের বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিরোনাম
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প