চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। এরই মধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নির্ধারিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ায় আগেই হতে পারে এবং নভেম্বরের মধ্যেই নির্বাচনের বাকি কার্যক্রমগুলো শেষ হবে বলে নির্বাচন কমিশ্নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও দলীয় মেয়র প্রার্থীকে জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজগুলো তৈরি করতে আলোচনা করছেন, পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করা হচ্ছে। ইউনিটের ১৬টি কার্যকরী সভা সম্পন্ন হওয়ার পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর সভাও চলমান রয়েছে। সিটি করপোরেশ্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশ্ক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন কমিশ্ন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। তিন মাস আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ৯০ দিন পূর্ণ হবে। এরপর হাতে থাকবে আরও ৯০ দিন। নির্বাচন কমিশ্নের সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই চসিক নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাছাড়া স্থগিত হওয়া নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫৫ পদে ২৬৯ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শ্ক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হচ্ছে। সভায় চসিক নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রার্থী বিজয়ের বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিরোনাম
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
চসিক নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে আওয়ামী লীগ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর