চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। এরই মধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নির্ধারিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ায় আগেই হতে পারে এবং নভেম্বরের মধ্যেই নির্বাচনের বাকি কার্যক্রমগুলো শেষ হবে বলে নির্বাচন কমিশ্নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও দলীয় মেয়র প্রার্থীকে জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজগুলো তৈরি করতে আলোচনা করছেন, পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করা হচ্ছে। ইউনিটের ১৬টি কার্যকরী সভা সম্পন্ন হওয়ার পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর সভাও চলমান রয়েছে। সিটি করপোরেশ্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশ্ক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন কমিশ্ন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। তিন মাস আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ৯০ দিন পূর্ণ হবে। এরপর হাতে থাকবে আরও ৯০ দিন। নির্বাচন কমিশ্নের সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই চসিক নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাছাড়া স্থগিত হওয়া নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫৫ পদে ২৬৯ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শ্ক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হচ্ছে। সভায় চসিক নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রার্থী বিজয়ের বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ