চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। এরই মধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নির্ধারিত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ায় আগেই হতে পারে এবং নভেম্বরের মধ্যেই নির্বাচনের বাকি কার্যক্রমগুলো শেষ হবে বলে নির্বাচন কমিশ্নের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও দলীয় মেয়র প্রার্থীকে জয়ী করতে ফের মাঠ গোছাতে কাজ শুরু করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পর্যায়ে দলীয় এজেন্টসহ নানাবিধ কাজগুলো তৈরি করতে আলোচনা করছেন, পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির আওতাধীন ইউনিটের কার্যকরী সভাও করা হচ্ছে। ইউনিটের ১৬টি কার্যকরী সভা সম্পন্ন হওয়ার পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর সভাও চলমান রয়েছে। সিটি করপোরেশ্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় এবং সর্বশ্ক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নির্বাচন কমিশ্ন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশ্নের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। তিন মাস আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ৯০ দিন পূর্ণ হবে। এরপর হাতে থাকবে আরও ৯০ দিন। নির্বাচন কমিশ্নের সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই চসিক নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাছাড়া স্থগিত হওয়া নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫৫ পদে ২৬৯ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও শ্ক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বৈঠক বা কার্যকরী সভা হচ্ছে। সভায় চসিক নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলের এজেন্ট, নেতা-কর্মীদের সক্রিয়তাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের প্রার্থী বিজয়ের বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চসিক নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে আওয়ামী লীগ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর