শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কোনো দুষ্টশক্তি শেয়ারবাজার নিয়ে খেলতে পারবে না

-বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘কোনো দুষ্টশক্তি যদি শেয়ারবাজারে এসে খেলতে চায় তা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দেব।’ তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি অডিটরিয়ামে ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনমি ভাইব্রেন্ট ডিউরিং কভিড-১৯ প্যানডেমিক’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে বক্তৃতায় এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘মানুষ কোনো দিন বেশি কিনবে, কোনো দিন বেশি বিক্রি করবে। চাহিদা আর সরবরাহের ওপর বাজার ওঠানামা করবে। এ ওঠানামা যেন সুস্থভাবে হয়। এ ওঠানামার মধ্যে যেন কোনো রকমের দুষ্টশক্তি আঘাত করে নিরীহ বিনিয়োগকারীদের নিঃস্ব করে দিতে না পারে তা আমরা খেয়াল রাখছি।’

সরকার সচেতন, আমরাও সচেতন। এ বাজারের টেকসই হওয়া নিয়ে আর কোনো ভয় নেই। সময়টা খুব বেশি লাগবে না। আশা করি তিন থেকে ছয় মাসের মধ্যেই আপনারা উপলব্ধি করবেন।’

শিবলী রুবাইয়াত আরও বলেন, ‘আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ী-শিল্পপতি তাদের ব্যবসা বিভিন্নভাবে মূলধনি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে টেকসই করতে পারবেন। একটা উদীয়মান অর্থনীতিতে ভালো ভালো কোম্পানি আছে। আমাদের অডিটর অ্যাকাউন্ট্যান্টসরা সঠিক তথ্য দিতে পারলে সেখানে বিচার-বিশ্লেষণের ওপর ব্যবসায়ীরা ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজির সংস্থান পাবেন। সেমিনারের আয়োজক একটি দৈনিক পত্রিকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিএমবিএ প্রেসিডেন্ট মো. ছাইয়েদুর রহমান, সিএমজেএফের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর