শিরোনাম
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাকলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব

-ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাকলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব

নগরীর বাকলিয়া এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন -বাংলাদেশ প্রতিদিন

বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ মেয়র প্রার্থী। গতকাল নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া এলাকায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বাকলিয়াকে একটি মাদক, সন্ত্রাস ও আবর্জনামুক্ত আধুনিক স্মার্ট বাকলিয়ায় পরিণত করব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সকালে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের রাহাত্তারপুল মোড় থেকে গণসংযোগ শুরু করে মাজারগলি, ডেপুটি রোড, কালামিয়া বাজার, সৈয়দ শাহ রোড, কে বি আমান আলী রোড, ধনীরপুল, ডিসি রোড হয়ে আফগান মসজিদ এলাকায় এসে শেষ করে। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার ওয়ার্ডের বউবাজার খাজা হোটেলের সামনে থেকে শুরু করে ডাইলবাড়ি, ময়দার মিল, চর চাক্তাই স্কুল, আলী স্টোর বিল্ডিং, আবু জফুর রোড, তুলাতলি, নয়া মসজিদ, জামাইবাজার, ইসমাইল ফয়েজ রোড, আমিনুর রহমান হাজী রোড হয়ে মিয়াখান সওদাগরপুল এসে শেষ হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বাকলিয়ায় বিএনপির আমলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই দাবি নিয়ে আমরা ডা. শাহাদাত হোসেনের জন্য ধানের শীষে ভোট চাইতে এসেছি। ডা. শাহাদাত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারার পাশাপাশি ভোটে বাধাদানকারীদের প্রতিহত করে ভোটের অধিকার আদায় করে নিতে হবে। মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, বাকলিয়ার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। একসময়ের অনুন্নত এই বাকলিয়াকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন শহরে রূপদান করা হয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে বাকলিয়াকে একটি মাদক, সন্ত্রাস ও আবর্জনামুক্ত আধুনিক স্মার্ট বাকলিয়ায় পরিণত করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর