শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইএফডি মেশিন চালু হওয়ায় ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসবে

- এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি মেশিন চালু হওয়ায় ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, শতভাগ স্বচ্ছতার জন্যই ইএফডি মেশিন চালু করা হয়েছে। আমরা মুজিবর্ষের অঙ্গীকার অনুযায়ী এটা করেছি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত ইএফডি লটারির প্রথম ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) ফয়জুর রহমান, সদস্য (করনীতি) আলমগীর হোসেন, ইএফডি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান শিকদার প্রমুখ।  এনবিআর জানিয়েছে, ইএফডি প্রথম এই লটারিতে মোট ১০১টি পুরস্কার দেওয়া হয়। প্রথম  পুরস্কার বিজয়ী এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ী পান ২৫ হাজার টাকা (৫টি)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীসহ ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার পান বিজয়ীরা। লটারির রেজাল্ট এনবিআরের ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রসঙ্গত, গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে যারা ইএফডি মেশিন থেকে কেনাকাটা করেছেন, তাদের নিয়ে প্রথম লটারির ড্র অনুষ্ঠিত হয়। ইএফডি থেকে পণ্য কেনার পর গ্রাহকরা যে রিসিট পান, সেটাই কুপন হিসেবে গণ্য করে লটারি করা হয়। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর