রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
এক নজরে

পুরোপুরি দুর্নীতিমুক্ত করা দুরূহ : দুদক

গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, পুরোপুরি দুর্নীতিমুক্ত করা খুবই দুরূহ কাজ। দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করব। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, সচিব ড, মু আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দুদক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।

এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা ফাতেহা পাঠ ও  মোনাজাতে অংশ নেন।

সর্বশেষ খবর