শিরোনাম
বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টিসিবির মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা

নিজস্ব প্রতিবেদক

টিসিবির মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, গত এক বছরে করোনার ফলে দেশের সাধারণ মানুষ এমনিতেই দিশাহারা। এর মধ্যে পুনরায় লকডাউন মানুষের জীবন চরম বিপর্যস্ত করে দিয়েছে। এর ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে টিসিবি কর্তৃক নতুন করে চাল, ডাল, তেল ও চিনির দাম বৃদ্ধি। এ অবস্থায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন। এ অবস্থায় পবিত্র রমজানের আগে মুসলিম প্রধান দেশে কিছুতেই টিসিবির অযৌক্তিকভাবে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। তিনি মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে রমজানকে সামনে রেখে পূর্বের চেয়ে কম মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর