বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নামাজের আগে-পরে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। এ ছাড়া আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এতে মসজিদে নামাজ আদায়ে তিনটি বিষয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এসব নিয়ম মেনে না চললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এগুলো হলো- জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনোরকম সভা ও সমাবেশ করা যাবে না।

মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর