বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

জুনে সারা দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন মাসে সারা দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪২৩ জন। মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ৫২ জন নারী ও ৩৩ জন শিশু। এর মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৯৩ শতাংশ। আগের মাসে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪৩ দশমিক ৪২ শতাংশ। দুর্ঘটনায় ৯৪ জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ২৩ দশমিক ৬১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী মারা গেছেন ৬৭ জন, অর্থাৎ ১৬ দশমিক ৮৩ শতাংশ। ওই সময়ে দুটি নৌ-দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। একটি রেল দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে একজনের। গতকাল রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল।

সর্বশেষ খবর