সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভয়ংকর জুলাই মাস পার করল সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ভয়ংকর জুলাই মাস পার করল সিলেট

জুলাই মাসটি সিলেটবাসীর জন্য আতঙ্কের। এই মাসের প্রতিটি দিন উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটেছে সিলেটবাসীর। আতঙ্কের এই মাসে সিলেট বিভাগের ২১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। আর নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪৭৫ জন। এর আগে এক মাসে এত মৃত্যু আর আক্রান্ত দেখা তো দূরের কথা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে গেল ১৬ মাসে যত প্রাণহানি ও আক্রান্ত শনাক্ত হয়েছে তার অর্ধেক পরিমাণ ছিল কেবল জুলাই মাসে। আগস্টের শুরুতেও করোনার সেই আগ্রাসী অবস্থা বিরাজমান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও ব্যাপকহারে টিকা না দেওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না। গত বছর ২৭ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। কিন্তু করোনার তান্ডব শুরুর পর এই প্রথম সিলেট ভয়ঙ্কর এক মাস পার করেছে। যে মাসে সিলেটজুড়ে ২১৫ জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪৭৫ জন! এক মাসে করোনায় এত মৃত্যু, এত সংক্রমণ আর কখনোই দেখেনি সিলেট।  স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৭৮ জন। আর ওই সময় পর্যন্ত বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫ হাজার ৯৮১ জন। কিন্তু জুলাই মাসের পরের দিনগুলো ছিল আতঙ্কজাগানিয়া। ৩১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৬৯৩ জনে। এক মাসে করোনা কেড়ে নেয় ২১৫ জনকে। অর্থাৎ গড়ে প্রতিদিন ৭ জন করে মারা গেছেন এই মহামারীতে। ৩১ জুলাই পর্যন্ত মারা যাওয়া ৬৯৩ জনের মধ্যে সিলেটের ৫৫৪ জন, সুনামগঞ্জের ৪৯ জন, মৌলভীবাজারের ৬০ জন ও হবিগঞ্জের ৩০ জন ছিলেন। ১ জুলাই পর্যন্ত যেখানে করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৮১ জন, ৩১ জুলাই সেখানে দাঁড়ায় ৩৯ হাজার ৪৫৬ জনে। এই এক মাসে আক্রান্ত শনাক্ত হন ১৩ হাজার ৪৭৫ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৫০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে, জুলাই মাসে বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয় সিলেটে। বাকিদের মধ্যে মৌলভীবাজারে ২৫ জন, সুনামগঞ্জে ১৫ জন ও হবিগঞ্জে ১১ জন মারা যান। জুলাইয়ে শনাক্তের দিক দিয়েও সর্বোচ্চ ৭ হাজার ৭৪৩ জন ছিলেন সিলেটের। এ ছাড়া মৌলভীবাজারে ২ হাজার ৩৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৯৩ জন ও সুনামগঞ্জে ১ হাজার ৫৯৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। জুলাই মাসে ২৪ ঘণ্টায় সিলেট সর্বোচ্চ মৃত্যু দেখেছে দুবার।

২৮ ও ৩০ জুলাই মারা যান ১৭ জন করে। আর সর্বোচ্চ ৮০২ জন শনাক্ত হয় ৩০ জুলাই। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘জুলাই মাসটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। করোনার সবচেয়ে ভয়াবহ সময় আমরা পার করেছি। সবচেয়ে বেশি সংক্রমণ, সবচেয়ে বেশি মৃত্যু সব দেখেছি আমরা এ মাসেই।’ তিনি বলেন, ‘আমাদের আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা অবশ্যই কর্তব্য। সঙ্গে টিকাও নিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর