শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এইচএসসির ফরম পূরণে বেতন বেশি নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের ক্ষেত্রে নির্ধারিত বোর্ড ফি ও নির্ধারিত মাসের বেতনের বেশি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা। বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর ১ জুলাই ২০১৯ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ২৪ মাসের বেশি বেতন আদায় করা যাবে না। ফরম পূরণ সংক্রান্ত যে কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিক বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর