মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বরিশালে বিরল প্রাণী তক্ষকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিরল বন্যপ্রাণী তক্ষকসহ পাঁচজনকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের খেয়াঘাট-সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক পাচারের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় খাঁচাবন্দী একটি তক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামের মো. ছালেক হাওলাদার (৫৫), ধান গবেষণা রোডের মো. দেলোয়ার হোসেন (৬০), সিকদারপাড়ার মো. নিজাম উদ্দিন দুরানী (৩৪), ২৮ নম্বর ওয়ার্ড শেরেবাংলা সড়কের মো. সুমন আকন (৩২) এবং ধান গবেষণা রোডের আ. রাজ্জাকের স্ত্রী মোসাম্মত হনুফা বেগম (২৫)। উদ্ধার তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং ওজন ১৮০ গ্রাম।

এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পাশাপাশি তক্ষকটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর