শিরোনাম
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এবার ভাসানচরে যেতে আপত্তি নেই রোহিঙ্গাদের

কক্সবাজার প্রতিনিধি

এত দিন রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচরে যেতে রাজি না থাকলেও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর তারা মত পাল্টেছে। তারা এখন ভাসানচরে যেতে রাজি।

গত শনিবার ঢাকায় সচিবালয়ে এক অনুষ্ঠানে সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও জাতিসংঘের পক্ষে বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন দের ক্লাউ ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জানা গেছে, ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের সমঝোতার পর উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা বিষয়টি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের অনেকে এখন ভাসানচর যেতে কোনো বাধা নেই বলে জানান। এ বিষয়ে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের নারী রোহিঙ্গা নেত্রী জামালিদা বেগম বলেন, জাতিসংঘ সাপোর্ট না দিলে কারও একার পক্ষে রোহিঙ্গাদের এত বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ সহজ নয়। তাই রোহিঙ্গারা ভাসানচরে বসতি করতে আপত্তি তোলেনি, আপত্তি তুলেছিল সেখানকার তাদের রেশন সুবিধা, বাইরে যাওয়ার সুযোগসহ অন্যান্য দাবি নিয়ে। কিন্তু জাতিসংঘ ও সরকারের মধ্যে একটি স্মারক স্বাক্ষরিত হওয়ায় যেসব রোহিঙ্গা পরিবার ভাসানচরে যাবে তারা অনেকটা দুশ্চিন্তামুক্ত।

সর্বশেষ খবর