শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
বরিশাল বিশ্ববিদ্যালয়

দেড় বছর পর সশরীরে ক্লাস শুরু প্রাণ ফিরেছে ক্যাম্পাসে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দীর্ঘ প্রায় ১৮ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় ক্লাম শুরু হয়। প্রথম দিনই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেন প্রাণ ফিরেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে ক্লাসে দীর্ঘ অনুপস্থিতির কারণে পাঠ গ্রহণের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ক্লাস শুরুর পর বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের ২৪টি বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের ১৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর