শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণপূর্ব আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে’

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণপূর্ব আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে’

জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন গতকাল ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ -বাংলাদেশ প্রতিদিন

উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল ৬৭ পাউন্ডের কেক কাটা, নৈশভোজ, র‌্যাফেল ড্র-সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এর আগে করোনা মহামারীকালে ক্লাবের ৩৫ জন প্রয়াত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিক মোজাফ্ফর হোসেন পল্টু। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা শেষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের স্বাধীনতাসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবের ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ করে সব শ্রেণির মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে জাতীয় প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আশা করি, বর্তমানে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ তাদের গুরুত্বপূর্ণ  ভূমিকা অব্যাহত রাখবেন। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে উপস্থিত সদস্যদের সুখবর জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনকৃত বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স বহুতল ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রাজউকের প্রাথমিক অনুমোদন সম্পন্ন হয়েছে। সিভিল এভিয়েশনের অনুমোদনও প্রায় শেষ পর্যায়ে। ক্লাবের সব সদস্যের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে ইনশা আল্লাহ আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটির মাধ্যমেই বহুতলবিশিষ্ট এই মিডিয়া কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করতে পারব। তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের সেকেন্ড হোম। সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এটি। এখানে দলমত নির্বিশেষে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারেন। একই সঙ্গে সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও আমরা যথেষ্ট সোচ্চার এবং সতর্ক। অনুষ্ঠানে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাসস’র প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূইয়া, বিএফইউজে অপর অংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিনিয়র সদস্য মোস্তফা কামাল মজুমদার, নূরুদ্দিন আহমেদ, কাজিম রেজা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষ চন্দ বাদল প্রমুখ। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, সহসভাপতি রেজওয়ানুল হক রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, ভানুরঞ্জন চক্রবর্তী ও বখতিয়ার রানা। জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যদলের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কিরণ চন্দ্র রায়, সামিতা নবী, জিনাত আরা মুন্নীসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দাদু ভাই স্মরণসভা : এদিকে শিশু সংগঠক ও সাংবাদিক রফিকুল হক (দাদু ভাই) স্মরণসভা গতকাল রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম-এনবিজেএফ এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য। জঙ্গিবাদ মৌলবাদ প্রতিরোধে শিশুদের সংস্কৃতিমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, দাদু ভাই না থাকলে তার হয়তো লেখক হওয়াই হতো না।

এনবিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ ও সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ এনবিজেএফের সদস্যরা বক্তৃতা দেন।

সর্বশেষ খবর