ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। কমেছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন রবিবারের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হয়েছে ১ হাজার ২৪১ কোটি ৭৭ টাকা। রবিবারের তুলনায় লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা। দাম বেড়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ২৭২টির। ৪৪টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ৭৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। ৬ টাকা ৪০ পয়সা বেড়ে ১৩৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে এর শেয়ার। দ্বিতীয় শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের ৬০ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫১ কোটি ৭৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭০ পয়েন্ট।
বাজারটিতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৫২ লাখ টাকা। ৮৮টির দাম বেড়েছে। দাম কমেছে ১৮৭টির এবং ৮১টির দাম অপরিবর্তিত থাকে।