বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা
কুমিল্লা সিটি নির্বাচন

অনিয়মের অভিযোগ রিফাতের, কৌশলী সাক্কু

কায়সারের তীর দুজনের দিকেই

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বিভিন্ন উঠান বৈঠকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে অভিযুক্ত করছেন। তবে সাক্কু অনেকটা কৌশলী ভূমিকা নিয়েছেন। তিনি কারও বিরুদ্ধে বলছেন না। এদিকে রিফাত-সাক্কু দুজনের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আরফানুল হক রিফাত বলেছেন, সাক্কু টানা ১৬ বছর ক্ষমতায়। তিনি মানুষকে পানির নিচে রেখেছেন। যানজটের দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছেন। তিনি কাজ না করে সরকারি বরাদ্দ লুটপাট করেছেন। নগরীর উন্নয়নে তিনি ব্যর্থ হয়েছেন।  এদিকে বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু অনেকটা কৌশলী ভূমিকা নিয়েছেন। তিনি কারও বিরুদ্ধে বলছেন না। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, কে কী বলল সেগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মানুষের দুয়ারে যাচ্ছি তাদের দোয়া নিতে। আমি যদি চুরি করতাম, লুটপাট করতাম তাহলে গোয়েন্দা সংস্থা ও দুদক আমার নামে মামলা করল না কেন। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার বলেন, রিফাত ও সাক্কু দুজন একই নেতার লোক। কারও বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ, কেউ দুর্নীতিবাজ। তাদের থেকে মানুষ মুক্তি চায়। নির্বাচনে লড়ছি তাদের থেকে নগরবাসীকে মুক্ত করার জন্য। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব রকম প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত মোবাইল কোর্ট করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোট গ্রহণের জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ টহল দিচ্ছে। প্রয়োজনে অন্য জেলা থেকেও বাড়তি পুলিশ মোতায়েন করব।

গণসংযোগ : নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত গতকাল গণসংযোগ করেন নগরীর রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকায়। টেবিল ঘড়ি নিয়ে নির্বাচন করা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গতকাল দিনভর নগরীর কান্দিরপাড়, বাদুড়তলা, ঝাউতলা ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার নগরীর রামঘাট ও নিমতলী এলাকায় গণসংযোগ করেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বিএনপির সাবেক দুই নেতাসহ পাঁচজন মেয়র প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর