শিরোনাম
শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা সহ্য করা হবে না : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না। সরকারের লুটপাট ও দুর্নীতির দায় জনগণ কেন নেবে? আবাসিক, অনাবাসিক যে কোনো খাতে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত জনগণ রুখে দাঁড়াবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষ খুব কষ্টে আছে। এর মধ্যে আবাসিক গ্যাসের দাম বাড়ালে জনজীবন দুর্বিষহ করে তুলবে। তিনি বলেন, তাড়াহুড়া করে গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত থেকে ফিরে আসতে হবে। দুর্নীতি ও লুটপাট বন্ধ করলে গ্যাসের দাম বাড়াতে হবে না। পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে গতকাল বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তৃতা করেন আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, আবদুল আউয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কে এম শরীয়াতুল্লাহ, মুফতি আবদুল আহাদ, ফজলুল হক মৃধা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর