রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পঞ্চগড়-সান্তাহার লাইনে ‘দোলনচাঁপা’ এক্সপ্রেসের যাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-সান্তাহার লাইনে চালু হলো উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘দোলনচাঁপা’ এক্সপ্রেস। গতকাল দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে এ ট্রেনের উদ্বোধন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি এর বিরোধিতা করছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত ও তারেক জিয়া পলাতক আসামি। তারা ভোটে অংশ নিতে পারবেন না। রেলমন্ত্রী বলেন, অচিরেই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ শুরু হবে। এর ফলে ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। চলতি বছরের ডিসেম্বরে পঞ্চগড় থেকে মোংলা এবং আগামী বছরের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। পরে তিনি রেলস্টেশনের কার পার্কিং এরিয়া, অ্যাপ্রোচ রোড, গেট ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন (পঞ্চগড়) থেকে সান্তাহার (বগুড়া) পর্যন্ত আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রমুখ

জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলামসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হয়। পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু হলো। দোলনচাঁপা পঞ্চগড় থেকে প্রতিদিন ভোর ৬টায় সান্তাহারের উদ্দেশে আর সান্তাহার থেকে বেলা ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর