বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

৩৭ প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল বকেয়া ১৬৫ কোটি টাকা

সংযোগ বিচ্ছিন্ন করে অর্থ আদায়ের উদ্যোগ ওজোপাডিকোর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনে ২৬ কোটি ৯ লাখ টাকা ও বরিশাল সিটি করপোরেশনে ৪৮ কোটি ৮৯ লাখ টাকাসহ ৩৭টি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ১৬৫ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে ৩৫টি পৌরসভার কাছে বকেয়া প্রায় ৯০ কোটি টাকা। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন এসব প্রতিষ্ঠানের বকেয়া আদায়ে নোটিস প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তবে বিল পরিশোধে কোনো প্রতিষ্ঠানকে আগ্রহী দেখা যায়নি। তারা বলছে, বরাদ্দ না আসায় সময়মতো বিল পরিশোধ করা যাচ্ছে না। জানা যায়, ১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাহকদের বিদ্যুৎ বিল অপরিশোধিত থাকলে সংযোগ কেটে দেওয়ার নির্দেশনা দেন। সে নির্দেশনার পরই বকেয়া বিল আদায়ে তৎপর হয়েছে ওজোপাডিকো। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ৩৫টি পৌরসভার মধ্যে যশোরে সবচেয়ে বেশি ১৯ কোটি ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ ছাড়া সাতক্ষীরা পৌরসভা ১০ কোটি ২৯ লাখ, পটুয়াখালী পৌরসভা ৮ কোটি ৩৬ লাখ টাকা, ভোলা পৌরসভা ৬ কোটি ৪৫ লাখ, বাগেরহাটে ৪ কোটি ৪৫ লাখ টাকা, পিরোজপুরে ৩ কোটি ৩৮ লাখ ও বরগুনায় ২ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া রয়েছে। ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক জানান, খুলনা সিটি করপোরেশনের বকেয়া বিল পরিশোধের জন্য প্রতি মাসে চিঠি দেওয়া হয়। গত অর্থবছরে ৩০ জুনের আগে তারা ৫০ লাখ টাকা পরিশোধ করেছে। এখনো তাদের কাছে অনেক বকেয়া রয়েছে। সে টাকাও তারা পর্যায়ক্রমে পরিশোধ করার কথা বলেছে। ওজোপাডিকো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকনউজ্জামান জানান, বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বকেয়া পরিশোধে তাদের অনেকে সময় চেয়েছেন। তিনি বলেন, বকেয়া পরিশোধ না করলে ১০ দিনের জন্য গ্রাহককে নোটিস দেওয়া হয়।

 নির্ধারিত সময়ের মধ্যেও পাওনা পরিশোধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বকেয়া আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর