শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চাহিদামতো টিকিট না পেয়ে রেল কর্মচারীর আস্ফালন, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রেলওয়ের এক কর্মচারীকে চাহিদামতো ট্রেনের টিকিট না দেওয়ায় রেলস্টেশনের কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন তিনি। স্টেশন ব্যবস্থাপকের কক্ষে তার সামনেই ওই কর্মচারী গালিগালাজ করেন। এ সময় শ্রমিক লীগের এক নেতা তার সঙ্গে ছিলেন। গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রবিবার রাতের এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওই কর্মচারীর নাম দেবব্রত সিনহা দেবু। তিনি পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর দফতরের উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি রাজশাহী মহানগর শ্রমিক লীগের নেতা। ঈদ-পরবর্তী ট্রেনের টিকিটের চাপের মধ্যেই চাহিদামতো টিকিট না পেয়ে গত রবিবার রাতে তিনি নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খানকে নিয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে আস্ফালন দেখিয়েছেন। ওয়ালি খান রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিরও কার্যকরী সভাপতি।

 

                সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সময়ের একটি ভিডিওচিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে, স্টেশন ম্যানেজার আবদুল করিমের সামনেই অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন দেবব্রত। তিনি বলেন, ‘সকাল থেকে আমি পাঁচবার এসেছি। আমাকে বলল সন্ধ্যার সময় টিকিট দেব।’ এ সময় ওয়ালি খান স্টেশন ম্যানেজারকে বলেন, ‘জিএমকে আমার নাম বলবেন যে, ওয়ালি খান এসেছে।’ এ সময় দেবব্রত বলেন, ‘ওই মেহেদী (রেলওয়ে শ্রমিক লীগের নেতা) এসে টিকিট নিয়ে যায়। আর আমরা কি (অশ্লীল ভাষা)?’ তখন ওয়ালি খান বলেন, ‘এখন কি আমরা জিএম সাহেবকে ঘেরাও করব মহানগর শ্রমিক লীগ? আমার ৪২টা ইউনিট। এখনো ৪২টা ইউনিটের সভাপতি আমি। জিএম সবাইকে টিকিট দেবে, আমাদের টিকিট দেবে না-এটা তো হতে পারে না। আপনি মোমিনকে (স্টেশনের প্রধান বুকিং সহকারী) ডাকেন...।’

                এ ঘটনায় মঙ্গলবার রাতে স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন রাজশাহী রেলওয়ে থানায় জিডি করেছেন। প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন বলেন, ‘১৫ জুলাই দেবব্রত বুকিং সার্ভার ঘিরে রেখে বিভিন্ন ট্রেনের ১২টি এসি ও ১২টি শোভন আসনের টিকিট নিয়েছেন। তার চাহিদা ৪০টি টিকিট। এত টিকিট তো দেওয়া সম্ভব না।’ রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ‘হুমকি-গালাগালির ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা আদালতের অনুমতি নিয়ে এর তদন্ত করব। তারপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

                স্টেশন ম্যানেজারের কক্ষে উত্তেজিত হওয়ার বিষয়ে দেবব্রত সিনহা দেবু বলেন, ‘অসুস্থ রোগীর জন্য একটি টিকিটের দরকার ছিল। তাও দেয়নি। তাই আমি একটু কথা বলেছি।’ ওয়ালি খান বলেন, ‘আমরা সিনিয়র মানুষ। আমাদের টিকিট দেয় না। জিএম খারাপ। খারাপকে খারাপ বলব না?’

                পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘দুইজনের গালিগালাজ করার ভিডিওটা রেলমন্ত্রী মহোদয়ও দেখেছেন। তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর