শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিতে দুই নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিতে দুই নাটক

রাইজ অ্যান্ড শাইন নাটকের একটি দৃশ্য

নাটকের দল এথিক শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের দর্শকনন্দিত হাসির নাটক ‘হাঁড়ি ফাটিবে’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। উৎপল দত্ত রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন অপু শহীদ। সমাজপতিরা চিরকালই নানা ধরনের জঘন্য অপরাধ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কাজ করে চলেছে। সেই সব মুখোশধারী সমাজপতিদের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার গল্পই হলো এই নাটক। নাটকটিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের অপ্রকাশিত অপরাধ উন্মোচন করা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পথিক পলাশ, এনামুল মীর, ইমতিয়াজ আসাদ, উম্মে হাবিবা মায়া, সুকর্ণ আহমেদ, রবিউল হাসান রুবেল প্রমুখ। অন্যদিকে, একই সময়ে নাটকসরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে নাটকের দল বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। ইতালির নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামে রচিত ও অধ্যাপক আবদুস সেলিম রূপান্তরিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন ম. সাঈদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুঁইয়া, হাফিজা আক্তার ঝুমা প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ : গান ও আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রবীন্দ্র ভারতী প্রাক্তনী। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। সংগঠনের আহ্বায়ক ড. ভাস্বর বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমত আলী। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়েই আয়োজনের সূচনা ঘটে। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর