শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিএনপি নেতারা নিরাশার গল্প শুনিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতারা নিরাশার গল্প শুনিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। অথচ বিএনপি নেতারা প্রতিনিয়ত নিরাশার গল্প শুনিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে তার নিন্দা ও প্রতিবাদ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাঁরা খুব সচেতনভাবেই এটি করছেন যাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে; সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয়। একই সঙ্গে তাঁরা জনগণকে বিভ্রান্ত করে সরকারবিরোধী মনোভাব তৈরির পাঁয়তারা করছেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির অভিঘাতের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সারা বিশ্বকে এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। এ ধরনের সংকট মোকাবিলায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সব রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করে। কিন্তু বিএনপি নামক রাজনৈতিক অপশক্তিটির কাছ থেকে জাতি কখনো দায়িত্বশীল কোনো আচরণ পায়নি।

 বরং তারা সব সময়ই সংকটময় মুহূর্তে জাতির ঐক্যের দুর্গে হানা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করে। তিনি বলেন, বৈশ্বিক এ সংকটের মধ্যেও বাংলাদেশের অবস্থা তুলনামূলক ভালো রয়েছে। যেমনটি করোনাকালেও ছিল।

সর্বশেষ খবর