বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে চাঁদাবাজির সময় জনতার হাতে পুলিশ ধরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চাঁদাবাজির সময় এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাত ১০টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশের সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়। আটক পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তিনি বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ভিলা ছাত্রাবাসের আতিক নামের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬ হাজার টাকা নিয়ে যান বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর। সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রের কাছে আরও ১০ হাজার টাকা নেওয়ার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে বোয়ালিয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।   

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর