বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে বিভিন্ন স্লোগান শিখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশে^র ইতিহাসে এমন নেতা বিরল। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি-জেপি আয়োজিত ‘স্মৃতি তর্পণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, রায় কার্যকর হয়েছে। যেসব খুনি এখনো পলাতক তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তেলের দাম বৃদ্ধির কারণে যারা ডিম ও কলার দাম বাড়ায় তারা অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদী নেতার কখনো মৃত্যু হয় না। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনাই আমাদের একমাত্র বাতিঘর। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, যারা বাংলাদেশকে পাকিস্তানি ধারায় পরিচালিত করতে চেয়েছিল, আবারও তাদের আস্ফালন দেখছি।

বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ বলেন, বঙ্গবন্ধু হত্যা ও শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর