শিরোনাম
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শত কোটি টাকা জমা দিয়ে ১৯ প্রতিষ্ঠানের অপেক্ষা

গ্যাস সংযোগ হচ্ছে না নতুন সিএনজি স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বড়বনগ্রাম এলাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপনের জন্য আবেদন করে সরকার ফিলিং স্টেশন। ২০১০ সালের ১৯ জুন করা আবেদনটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) মাধ্যমে জামানতের টাকা জমা দিতে নির্দেশনা দেয়। প্রতিষ্ঠানটি পিজিসিএলের অনুকূলে ৫ কোটি টাকা জমা দেয়। আমদানি করে আরও ২ কোটি টাকার যন্ত্রপাতি। কিন্তু ১২ বছরেও সেখানে সংযোগ দেওয়া হয়নি। দেশের ১৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে শত কোটি টাকা জামানত নিয়ে এখন সিএনজি রিফুয়েলিং সংযোগ দিচ্ছে না পেট্রোবাংলা। গত বছরের ১৯ জানুয়ারি পেট্রোবাংলার সভায় দেশের ১৯টি প্রতিষ্ঠানকে সিএনজি রিফুয়েলিং সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানগুলো হলো- চট্টগ্রামের এম আলম গ্যাস স্টেশন, তিশা সিএনজি ফিলিং স্টেশন, শফি সিএনজি স্টেশন, ফোর স্টার সিন্ডিকেট, আলাওল ফিলিং স্টেশন, শারমিন ফিলিং স্টেশন, রহমান অ্যান্ড কোং, রায়হান ট্রেডিং সিএনজি, নূর সিএনজি ফিলিং স্টেশন ও মীর ফিলিং স্টেশন, রাজশাহীর সরকার সিএনজি ও টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশন, সুনামগঞ্জের আলী সিএনজি স্টেশন, পাবনার ইয়াকুব ফিলিং স্টেশন, বগুড়ার আকিজ সিএনজি ফিলিং স্টেশন, সিরাজগঞ্জের সাকিব সিএনজি রিফুয়েলিং স্টেশন, নরসিংদীর শরীফ সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং নারায়ণগঞ্জের ইউনাইটেড সিএনজি ও আইটিএস এন্টারপ্রাইজ। পাবনার ইয়াকুব ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. খসরু জানান, তারা আবেদন করেছেন। এখন আবেদনটি কোন অবস্থায় আছে, সেটি মন্ত্রণালয় জানে। রাজশাহীর সরকার সিএনজির চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে টাকা জমা দেওয়া হয়েছে। পিজিসিএল ও পেট্রোবাংলার পরামর্শ অনুযায়ী যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে। কিন্তু সংযোগ দেওয়া হচ্ছে না। জামানত হিসেবে তার দেওয়া নগদ ৫ কোটি টাকা ও ২ কোটি টাকার যন্ত্রপাতি এখন পড়ে আছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্র জানায়, ২০১৯ সালের ২১ মে এক আদেশে আবাসিক, সিএনজি ও বাণিজ্যিক স্থাপনায় নতুন গ্যাস সংযোগ না দিতে নির্দেশনা জারি করে সরকার। ওই সময়ের আগে যারা ডিমান্ড নোটের (অগ্রিম) টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এখন গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম চলমান আছে।

পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান পাটওয়ারী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ আছে। সহসাই সিএনজি স্টেশনগুলোতে সংযোগ দেওয়া যাবে-এমন কোনো সম্ভাবনাও নেই। যারা আগাম টাকা জমা দিয়েছেন, তারা চাইলে টাকা ফেরত নিতে পারছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর