বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ইসলামী বিশ্ববিদ্যালয়

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা, ভোগান্তি

ইবি প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের রাস্তা। এতে শিক্ষার্থীসহ ভ্যানচালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। রাস্তা নিচু হওয়ার কারণে পানি জমছে বলে দাবি কর্তৃপক্ষের। অবিলম্বে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সরেজমিন দেখা যায়, ক্যাম্পাসের জিয়া মোড় থেকে জিয়াউর রহমান হলের সামনের রাস্তাটি পানিতে ডুবে গেছে। শিক্ষার্থীরা পানি ও কাদার মধ্য দিয়ে চলাচল করছে। এ পানি নিষ্কাশন হতেও দীর্ঘ সময় লাগে। এটি লালন শাহ হল এবং জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা। এ ছাড়া বঙ্গবন্ধু হল পকেট গেটের সামনের রাস্তাটিও কাদাযুক্ত আছে। একই সঙ্গে শেখপাড়া বাজারে যাওয়ার রাস্তা হওয়ায় দুর্ভোগে শিক্ষার্থীরা। প্রকৌশল অফিস জানান, ড্রেনেজ ব্যবস্থা বেহালের কারণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে।

 ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করতে আনুমানিক ৫ থেকে ৬ কোটি টাকার প্রয়োজন। বাজেট না থাকায় কাজ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ হোসেন বলেন, ‘হল থেকে বের হলেই গায়ে কাদা লাগে। এভাবেই ক্লাসে যেতে হচ্ছে আমাদের।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন তারেক বলেন, ‘লালন শাহ হলের সামনে ২টি ১০তলা ছাত্র হলের কাজ চলছে। ফলে ভারী মালামাল নিয়ে ট্রাক চলাচল করায় রাস্তা নিচু হয়ে গেছে। ফলে পানি জমছে। কাজ শেষে রাস্তা সংস্কার করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর