মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে অপ্রতিরোধ্য যৌন নিপীড়করা

শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধা, ধর্ষণের পর হচ্ছে খুনও

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ধর্ষকরা। প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে নানা বয়সী নারী। কিছু কিছু ঘটনায় ধর্ষণের পর খুনের শিকারও হয়েছেন ধর্ষিতারা। বিশেযজ্ঞদের দাবি- ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং আসামিরা পার পেয়ে যাওয়ার কারণেই অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাই অপরাধীদের বিচার নিশ্চিত এখন সময়ের দাবি। অপরাধ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন বলেন, ‘ধর্ষণের উপযুক্ত বিচার না হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্ষণের পর খুন। মূলত নিজেদের আড়াল করতেই অপরাধীরা ধর্ষণের পর খুনের পথ বেছে নিচ্ছে। অপরাধীদের উপযুক্ত সাজা নিশ্চিতের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।’ সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘সামাজিক সচেতনতাই পারে ধর্ষণের মতো সামাজিক অপরাধগুলো রোধ করতে। তাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেনতা বাড়াতে কাজ করছে পুলিশ।’ জানা যায়, চট্টগ্রাম নগরীতে গাণিতিক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। গত পাঁচ বছরে নগরীতে ধর্ষণের হার বেড়েছে আড়াই গুণ। চাকরি থেকে বাসায় ফেরার পথে, রাস্তা-ঘাটে কিংবা নিজের বাসায় শিকার হচ্ছেন ধর্ষণের। এ তালিকায় যেমন রয়েছেন তরুণী, যুবতী। তেমনি ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না শিশু কিংবা বৃদ্ধারা। অনেক সময় ধর্ষণের পর নিজেদের বাঁচাতে ধর্ষিতাকে খুনের ঘটনাও ঘটছে। ১৮ সেপ্টেম্বর নগরীর হালিশহর এলাকায় বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর খুন করা হয় সাত বছরের এক শিশুকে। ১৩ মার্চ নগরীর হালিশহর এলাকায় ধর্ষণের পর খুন করা হয় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। ১০ ফেব্রুয়ারি নগরীর একটি আবাসিক হোটেলে ধর্ষণের পর খুন করা হয় শাহিদা জাহান সুমি নামে এক তরুণীকে। সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রামে সংঘটিত ধর্ষণের উল্লেখযোগ্যই প্রকাশ্যে আসে না। ভুক্তভোগী পরিবার সামাজিক মর্যাদা এবং প্রভাবশালীদের ভয়ে আইনের আশ্রয় নেন না। তাই ধর্ষণের সব ঘটনা মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় না। চট্টগ্রাম নগরীর ১৬ থানায় ২০২১ সালে ২৫১টি ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে ৯৮টি জোরপূর্বক ধর্ষণের ঘটনা। বাকিগুলো ফুঁসলিয়ে ধর্ষণ করা হয়।

এ ছাড়া ২০২০ সালে নগরীতে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড হয় ২৪৮টি, ২০১৯ সালে ১৯৫টি, ২০১৮ সালে ১৩০টি ২০১৭ সালে ১০৮টি মামলা রেকর্ড হয় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর