শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি ইডেন কলেজ কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর ইডেন মহিলা কলেজের কোনো শিক্ষার্থীকে ‘অনৈতিক কাজে বাধ্য করা’র অভিযোগের সত্যতা পায়নি সম্প্রতি ইডেন কলেজে সংঘটিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি। তবে সিট বাণিজ্য, মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেবে কলেজ প্রশাসন। গতকাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে, ছাত্রলীগের দুই পক্ষের অন্তঃকোন্দলে ২৪ সেপ্টেম্বর রাতে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। আগের রাতে মিছিল-পাল্টা মিছিলের পর ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। এসব ঘটনার মধ্যেই বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সামিয়া আক্তার বৈশাখীসহ কয়েকজন অভিযোগ করেন, তামান্না ও রাজিয়া সাধারণ ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করেন। বোরকায় মুখ ঢাকা এক ছাত্রী ‘দেহব্যবসায়ী প্রেসিডেন্ট চাই না’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন। এসব অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ কর্তৃপক্ষ। এতে সদস্য ছিলেন অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার ও অধ্যাপক মেহেরুন্নেসা মেরী। তাঁরা কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে ‘অনৈতিক কাজে বাধ্য করা’র অভিযোগের সত্যতা পাওয়া যায়নি দাবি করে কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন। এ ছাড়া সিট বাণিজ্য, মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য, ইডেন কলেজে সংঘটিত বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় ইডেন কলেজ শাখা কমিটি স্থগিত, বিভা-রাজিয়ার বিরোধী হিসেবে পরিচিত ১২ নেত্রীসহ ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে মামলাও করেছে ইডেন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর