শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে লেগুনার চাকা বিস্ফোরণে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরিত হলে চালক সুজনের (২৬) মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বেড়িবাঁধ এলাকায় মাহাতাব পাম্পে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক সূত্র জানায়, হাজারীবাগ বেড়িবাঁধে মাহাতাব পাম্পে চাকায় হাওয়া দেওয়ার সময় লেগুনার চাকা বিস্ফোরিত হলে এর চালক সুজন নিহত হন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মহেশপুরে। তিনি পুরান ঢাকার লালবাগের বাটা মসজিদ এলাকায় থাকতেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। লেগুনার মালিক আনোয়ার হোসেন জানান, গতকাল সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর চাকায় হাওয়া দিতে যান সুজন। হাওয়া দেওয়ার সময় চাকা ফেটে গিয়ে তার মাথার একপাশে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর