সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশুর ওপর বাড়ছে নৃশংসতা

ছয় মাসে ৯ খুন, হচ্ছে ধর্ষণের শিকারও

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

শিশুর ওপর বাড়ছে নৃশংসতা

নগরীর বন্দরটিলা এলাকা থেকে ১৫ নভেম্বর নিখোঁজ হন সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। নিখোঁজের ১০ দিন পর আয়াতের ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। আয়াতকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় আবির মিয়া নামে তার এক কথিত চাচ্চুকে। জিজ্ঞাসাবাদে পুলিশকে আবির জানায়, মুক্তিপণ আদায় করতেই অপহরণ করে আয়াতকে। কিন্তু কান্নাকাটি করায় তাকে হত্যা করা হয়। শুধু আয়াত নয়, চট্টগ্রামে একের পর এক খুন হচ্ছে কোমলমতি শিশু। সর্বশেষ ছয় মাসে চট্টগ্রাম নগরী এবং জেলায় খুনের শিকার হয়েছেন কমপক্ষে ৯ শিশু। যাদের কেউ কেউ ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ‘বিগত সময়ে  ঘটনাগুলোর বিচার না হওয়ার কারণে একই ঘটনা পুনরায় ঘটছে। প্রশাসনের উচিত শিশু খুন এবং ধর্ষণ মামলাগুলো দ্রুত বিচার আদালতে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তা না হলে থামবে না শিশু খুন এবং ধর্ষণের মতো ঘটনা।’ সিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার পংকজ দত্ত বলেন, ‘আমাদের সব সময় প্রচেষ্টা থাকে আসামিদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার। কয়েক মাসে যে শিশু খুন এবং ধর্ষণ মামলার প্রায় সব মামলার আসামিদের গ্রেফতারের আওতায় আনা হয়েছে। শিশুর প্রতি নৃশংস আচরণ রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতাই জরুরি।’ চট্টগ্রামে শিশু খুনের ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে- চট্টগ্রামে খুনের শিকার হওয়া শিশুদের সিংহভাগেরই বয়স হচ্ছে ৪ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের চকোলেট, চিপস, বিরানি কিংবা লোভনীয় খাবার লোভ দেখিয়ে অপহরণের পর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। আসামিদের সবাই ভুক্তভোগীর পূর্বপরিচিত। খুনি কিংবা নির্যাতনকারী তালিকায় যেমন সৎ বাবা, শিক্ষক, সহপাঠী, দোকান কর্মচারী, চাচা যেমন রয়েছে। তেমন এ তালিকায় যুক্ত হয়েছে পুলিশ সদস্যরাও। ২২ নভেম্বর নগরীর বায়েজীদ থানাধীন শেরেবাংলা টাওয়ার এলাকা থেকে ইব্রাহিম হোসেন রাফাত নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

 ২৪ অক্টোবর নগরীর কোতোয়ালি থানা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে লক্ষণ দাশ নামে এক দোকান কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। ১২ সেপ্টেম্বর জেলার ফটিকছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হানিফ নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ১৮ সেপ্টেম্বর নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনির ৮ নম্বর সড়কের মুখ থেকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর