সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এক শিশু শিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না বলে জানিয়েছেন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক নির্যাতনের কথা স্বীকার করলেও দেখিয়েছেন নানা যুক্তি। বরিশাল মহানগরের পুরান কয়লাঘাট এলাকার বাণীমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মঈনউদ্দিনকে তুচ্ছ অজুহাতে স্কেল দিয়ে পিটিয়ে আহত করেন সহকারী শিক্ষক তুহিনকণা। মঈনউদ্দিন জানায়, স্কুলে সহপাঠীদের সফঙ্গ দুষ্টামি করছিল সে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক তুহিনকণা স্কেল দিয়ে তার মুখমন্ডলে আঘাত করেন। এতে তার ঠোঁট ফেটে যায়। পড়ে যায় ওপরের পাটির একটি দাঁত। এদিকে ঘটনার পর আত্মগোপন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর