সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেয়র হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

মেয়র হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও স্নেহভাজন, অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বলেন, মোহাম্মদ হানিফের সংগ্রামী জীবন ও কর্ম নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর তিনি মারা যান।

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একমাত্র ছেলে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজিমপুর কবরস্থানে জিয়ারত, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর