মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক বা জাতিসংঘের অধীনে নির্বাচন চায় এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক 

অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্যের দুই দফা দাবি জানিয়েছে এবি পার্টি। দাবি আদায়ে ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। তবে যুগপৎ নয়, স্বাতন্ত্র্যতা বজায় রেখে দুই দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে দলটি। গতকাল রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় দফতরে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিএনপির ১০ দফা ও ২৭ দফাকে স্বাগত জানিয়ে মঞ্জু বলেন, মূলত এ মুহূর্তে দেশের মানুষের মৌলিক দাবি দুটি। একটি হলো স্বৈরশাসন থেকে মুক্তির লক্ষ্যে এ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, গত ১৪ বছরের কর্তৃত্ববাদী শাসন আজ দেশকে খাদের কিনারায় নিয়ে ঠেকিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, আনিসুর রহমান কচি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর