মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুরে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সব বই আসেনি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সারা দেশের মতো রংপুরে ১ জানুয়ারি থেকে বই বিতরণ শুরু হলেও মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে সব বই এখন পর্যন্ত পৌঁছেনি। মাধ্যমিকে এখন পর্যন্ত ২৫ শতাংশ বই আসেনি। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ে স্পর্শ পায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব বই এখনো আসেনি। বিভাগে ৩ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি বই দেওয়ার কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থী বই পায়নি। তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন বই আসছে। প্রতেক শিক্ষার্র্থীর কাছে এ মাসেই বই পৌঁছে যাবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দেড় হাজারের কিছু ওপরে। এ ছাড়াও কিন্ডারগার্টেনসহ বেসরকারি বিদ্যালয় মিলে প্রায় ২ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বইয়ের চাহিদা প্রায় সাড়ে ২০ লাখ। প্রাথমিক শিক্ষা অফিসের দাবি বিভাগে ৯৫ শতাংশ বই এসেছে। তা বিতরণ করা হচ্ছে। রংপুর  বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকে চাহিদার প্রায় সব বই এসেছে। সামান্য কিছু বাকি রয়েছে। এসব দু-এক দিনের মধ্যে এসে যাবে। রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগীয় উপপরিচালক আক্তারুজ্জামান জানান, মাধ্যমিক পর্যায়ের ৭৫ থেকে ৮০ শতাংশ বই এসেছে। বাকি বই আসছে।  সময় মতো সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর