মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাত পুলিশ সদস্য প্রত্যাহার তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম আদালত থেকে পালালেন আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামি পালানোর ঘটনা তদন্ত করার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে আদালত প্রাঙ্গণ থেকে শামসুল হক বাচ্চু নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যায়। পরদিন শুক্রবার নগরীর কোতোয়ালি থানায় সদর কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি শামসুল হক প্রকাশ বাচ্চু (৬০)। এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করা যায়নি। পালিয়ে যাওয়া শামসুলের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম (মৃত) রহমত আলী। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের অবহেলা প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর