বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিপিং করপোরেশনের পালে হাওয়া

প্রথমবার আয় ৫০০ কোটির ওপরে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

এক সময় লোকসানের ‘অক্টোপাসে’ ঘুরপাক খাওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পালে লেগেছে লাভের হাওয়া। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি প্রথমবার ৫০০ কোটি টাকার ওপরে আয় করেছে। প্রতিষ্ঠানটি রূপকল্প-২০৪১-এর আওতায় বহরে আরও ৩২টি জাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন করা গেলে আয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে, দাবি বিএসসির। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক বলেন, ‘বিএসসি সরকারের পরিবহন খাতে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামীতে আরও নতুন জাহাজ যুক্ত হবে। এতে ব্যাপ্তি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি অধিক মুনাফা অর্জন সম্ভব হবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ২৫ দিনের মাথায় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএসসি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় বিএসসির বহরে যুক্ত হয় কার্গো জাহাজ ‘বাংলার দূত’। এরপর ২৭ বছরে কোনো জাহাজ যুক্ত হয়নি বিএসসিতে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেওয়ার পর একসঙ্গে ছয়টি জাহাজ যুক্ত করা হয়। এরপর থেকে লোকসানি প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে থাকে। ২০০১-০২ অর্থ বছরে প্রথমবার লাভের মুখ দেখে বিএসসি। এরপর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে লাভের গ্রাফ। সর্বশেষ ২০২১-২২ অর্থ বছরে প্রথমবার ৫১৭ কোটি ৩৯ লাখ টাকা আয় করে বিএসসি। যার মধ্যে নিট লাভ ২২৫ কোটি ৮ লাখ টাকা। এর আগে ২০২০-২১ অর্থ বছরে আয় করে ৩২২ কোটি ৯৭ লাখ টাকা। ২০১৯-২০ অর্থ বছরে ৩২২ কোটি ৮৪ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে ২২২ কোটি ৮৪ লাখ টাকা এবং ২০১৭-১৮ অর্থ বছরে ১২৬ কোটি ৫২ লাখ টাকা আয় করে বিএসসি। বর্তমানে বিএসসির বহরে রয়েছে আটটি জাহাজ। জিটুজি ভিত্তিতে আরও ছয়টি নতুন জাহাজ ক্রয় প্রকল্পের আওতায় চারটি জাহাজ ক্রয় প্রস্তাব একনেক সভায় উপস্থাপন হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সরকারের রূপকল্প-২০৪১ ডেল্টা প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি, সুনীল অর্থনীতি এবং সামুদ্রিক অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৩২টি জাহাজ ক্রয়ের চিন্তা করছে বিএসসি। যার মধ্যে জিটুজি ভিত্তিতে দুটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার, দুটি মাল্টিপারপাস মাদার বাল্ক, ১২টি ২৫০০-৩০০০ টিউজ সম্পন্ন সেলুলার কনটেইনার জাহাজ, দুটি ১ লাখ ৪০ হাজার সিবিএম ধারণ ক্ষমতা সম্পন্ন এলএনজি ক্যারিয়ার, দুটি ১ লাখ ৭৪ হাজার সিবিএম ধারণ ক্ষমতা সম্পন্ন এলএনজি ক্যারিয়ার, দুটি ১ লাখ ৮০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এলএনজি ক্যারিয়ার এবং ১০টি ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার রয়েছে।

বিএসসির সহকারী ম্যানেজার রাসেল প্রধানীয়া বলেন, বিএসসিকে সমৃদ্ধ করতে আরও জাহাজ ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন করা গেলে বিএসসির আয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর