মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘৯০ সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বীতশ্রদ্ধ। দেশের মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। আমরা এ দুটি দলের মাঝামাঝি অবস্থানে নিজস্ব রাজনীতি করছি। দেশের মানুষের সামনে তৃতীয় এবং শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়াতে চেষ্টা করছি আমরা। গতকাল পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নাজমা আখতার, হেনা খান পন্নী, ডা. সেলিমা খান, শাহনাজ পারভীন, ফরিদা ইয়াসমিন, লাকী বেগম, আমেনা হাসান, শারমিন পারভীন লিজা, রিতু নূর, জেসমিন নূর প্রিয়াঙ্কা, মিনি খান, মেহেরুন্নেসা হিয়া, আসমা আখতার শিল্পী, শ্রাবণী চাকমা, মনিকা আখতার, জোছনা আক্তার প্রমুখ।

জি এম কাদের বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গেল নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার। অন্যদিকে বিএনপি এ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সামনের দিকে আরও খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর