মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে দ্বিতীয় দিনেও দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক পতনে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক পতন হয়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার ১০ গুণের বেশি। তবে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর ১৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ টাকা ৯০ পয়সা দাম কমে ৯১ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর