রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যুগোপযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন : আমু

ঝালকাঠি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যুগোপযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ২০১০ সালে এ দেশে প্রথম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি যুগোপযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন। সে শিক্ষানীতি অনুযায়ী আজ গ্রাম বাংলার স্কুলগুলোতেও শিক্ষার্থীরা ল্যাপটপ পাচ্ছে, মাল্টিমিডিয়া পাচ্ছে এবং আজকের ডিজিটাল বাংলাদেশের সব সুযোগ-সুবিধা পাচ্ছে জনগণ। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠিতে সদর উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার। গতকাল সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিস গ্রামের আল মদিনা ইসলামী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু। পরে তিনি পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর