সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেছেন, সমাজে ভালো মানুষের নেতৃত্ব খুব দরকার। ভালো মানুষ সমাজে নেতৃত্বে দিলে সমাজটা এগিয়ে যাবে। আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বেঁচে থাকব কিনা জানি না। বেঁচে থাকলে যেন ভালো কাজ করে বেঁচে থাকতে পারি। গতকাল বিকালে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ এলাকায় দৈনিক দেশ রূপান্তর ও এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন এমপি শামীম ওসমান। তিনি বলেন, আগামী কয়েক দিন পরেই নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে টেকনিক্যাল কলেজের কাজ। খুব শিগগিরই আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব। হবে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও শেখ কামাল আইটি ইনস্টিটিউট। নারায়ণগঞ্জের মানুষকে আর ঢাকায় যেতে হবে না। ডিএনডি প্রকল্প এখনো শেষ হয়নি। এ কাজটি সম্পন্ন হলে ডিএনডির মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে।