শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্বাভাবিক জীবনের নিশ্চয়তায় থানায় হাজিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের তালিকায় ১১১ জনের নাম আছে জঙ্গি হিসেবে। পুলিশ বলছে, তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে গত বছরের নভেম্বর থেকে উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে সাড়া দিয়ে সবাই স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এখন ৩৩ জন থানায় নিয়মিত হাজিরা দিচ্ছেন। তারা আর জঙ্গি কর্মকান্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান বলেন, ‘এটি আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম। থানায় নিয়মিত হাজিরার ব্যবস্থা করা হয়েছে। জামিনে মুক্ত জঙ্গি মামলার আসামিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। আমরাও চাই জঙ্গি মামলার আসামিরা জঙ্গিবাদ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’

গতকাল বিকালে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় একসঙ্গে হাজিরা দিয়েছেন ৩৩ জন। এর আগে আদালতের নির্দেশে বিচ্ছিন্নভাবে দুই-একজন থানায় হাজিরা দিলেও আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে এই প্রথম এতসংখ্যক জঙ্গি তৎপরতার অভিযোগ থাকা ব্যক্তি একত্রে থানায় হাজিরা দিলেন।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানান, রাজশাহী মহানগরের ১২টি থানার মধ্যে ছয়টি থানায় ১১১ জন তালিকাভুক্ত জঙ্গি আছে। এর মধ্যে জেএমবি সদস্য ৮৬ জন, হিযবুত তাহরীরের ১৫ জন, শাহাদৎ আল হিকমার একজন, আনসারুল্লাহ বাংলা টিমের একজন এবং আনসার আল ইসলামের আটজন জঙ্গি আছে।

তিনি আর বলেন, ‘আরএমপির বেলপুকুর থানায় তালিকাভুক্ত মোট ৩৮ জঙ্গি আছে। তাদের মধ্যে ৩৩ জন থানায় নিয়মিত হাজিরা দিচ্ছেন ও একজন জেলহাজতে আছেন। থানায় হাজিরা দেওয়া ৩৩ জনের মধ্যে তিনজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাই কোর্টের আদেশে জামিনে মুক্ত আছেন। বাকি ৩০ জনের মধ্যে ২৯ জন বিচারাধীন আদালত থেকে জামিনে মুক্ত আছেন এবং একজনকে মামলা তদন্তকালে অব্যাহতি প্রদান করা হয়েছে। অপর চারজন জঙ্গির তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর